শেখ রাসেল অডিটোরিয়াম
শেখ রাসেল অডিটোরিয়াম স্থাপনা ভাড়া দেওয়ার জন্য সুবিধাদি:
ক্রম |
কক্ষ |
সুবিধাসমূহের বর্ণনা |
ভাড়ার হার |
১. |
শেখ রাসেল অডিটোরিয়াম |
অডিটোরিয়ামের সুবিধাধি: ক) ১৯২ আসনবিশিষ্ট শব্দ অন্তরক ব্যবস্থা। খ) অডিটোরিয়াম সংলগ্ন গ্রিন রুম। গ) শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। ঘ) যন্ত্রপাতিসহ শব্দ ও আলোক ব্যবস্থা এবং নিয়ন্ত্রণকক্ষ। ঙ) অগ্নিনির্বাপন ব্যবস্থা। চ) বেসমেন্টে ১০টি কার পার্কিং ব্যবস্থা। ছ) ইন্টারকম সিস্টেম।
|
সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত সংস্থা প্রতি কর্ম দিবসের ০৮ ঘন্টার জন্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা মাত্র এবং বেসরকারি সংস্থা/প্রতিষ্ঠান/ব্যক্তিকে প্রতি কর্ম দিবসের ০৮ ঘন্টার জন্য ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা মাত্র ভাড়া পরিশোধ করতে হবে। |
শেখ রাসেল অডিটরিয়াম ব্যবহারের নীতিমালা




